নাট্যচর্চার পাঠশালা – জলপাইগুড়িতে মুক্তাঙ্গনের তিনদিনব্যাপী নাট্যকর্মশালা

নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: নাটক শুধু মঞ্চে নয়, জীবনকেও গড়তে পারে নাট্যচর্চা। এই বিশ্বাসকে সামনে রেখে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে তিনদিনের বার্ষিক নাট্যকর্মশালা। স্থানীয় বান্ধব নাট্য সমাজের মিনি হলে আয়োজিত এই কর্মশালা চলবে ১১ই মে পর্যন্ত।

নাট্যব্যক্তিত্ব দেবব্রত আচার্য্যের তত্ত্বাবধানে শিশু-কিশোর বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে এই প্রশিক্ষণ শিবিরে। কর্মশালার সূচনা হয় প্রদীপ প্রজ্বালন এবং অংশগ্রহণকারী শিশুদের সমবেত সংগীতের মাধ্যমে। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন নির্দেশক রীনা ভারতী, সহ-সভাপতি অর্পিতা চক্রবর্তী সহ একাধিক অভিভাবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

কর্মশালার মূল উদ্দেশ্য—তিনদিনে একটি পূর্ণাঙ্গ ছোট নাটিকা তৈরি এবং তা মঞ্চস্থ করা। শেষদিনে নাটিকা মঞ্চায়নের পাশাপাশি অংশগ্রহণকারীদের সার্টিফিকেটও প্রদান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Theatre Workshop - Muktangan's three-day theatre workshop in Jalpaiguri

মৌসুমী কুন্ডু, সম্পাদক, জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী বলেন, “শিশু-কিশোরদের মধ্যে নাটকের আগ্রহ বাড়াতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। এই কর্মশালার মাধ্যমে নতুনরাও নাট্যচর্চার স্বাদ পাবে। আমরা চাই ভবিষ্যতের নাট্যপ্রেমীদের ভিত এখান থেকেই গড়ে উঠুক।”

এই কর্মশালাকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস এবং আগ্রহে স্পষ্ট, নাটকের ভাষা এখনও জীবন্ত, এবং আগামী প্রজন্মের হাতে তার ভবিষ্যৎ নিরাপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *