সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই’২৩ : আগের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ফরওয়ার্ড ব্লক দুটি আসন বেশী পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া দলের নেতা কর্মীদের মধ্যে। উল্লেখ্য, এবার মোট ৫টি পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে ফরওয়ার্ড ব্লক। 
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায় বলেন, দলের জেলা কমিটির পক্ষ থেকে রবিবার নির্বাচনী পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি নেতাজী সুভাষ ফাউন্ডেশন ভবনে। উপস্থিত ছিলেন দলের জেলা সহ-সভাপতি সুবর্ণ রঞ্জন রুদ্র, জেলা সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়, সম্পাদক মন্ডলীর সদস্য প্রতিম দে, সঞ্জীব রায় প্রমুখ। সভায় একনজরে দশম পঞ্চায়েত নির্বাচনের চিত্রাবলী নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। তাতে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের ২২ টি সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, দলীয় কর্মীদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। দলের ফল আরও ভাল হত। কিন্তু বহু জায়গায় বামফ্রন্টের সঙ্গে সমঝোতা না হওয়ার দরুন এই পঞ্চায়েত নির্বাচনে অনেক আসন তাদের হাতছাড়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আক্ষেপের সুরে বলেন, ফরওয়ার্ড ব্লক বহু জায়গায় বামফ্রন্টে দ্বিতীয় বৃহত্তর শরিক হিসেবে আছে। তা সত্ত্বেও পঞ্চায়েত ভোটে সমঝোতা হল না! দলকে তাই একক ভাবে লড়তে হয়েছে।
123