নৈহাটিতে শিক্ষিকার মারে গুরুতর আহত তৃতীয় শ্রেণির ছাত্র

বিশ্বজিৎ নাথ : ক্লাসে সহপাঠীর কাছে কলম চাওয়া নিয়ে শিক্ষিকার মার, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল এক তৃতীয় শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে নৈহাটির গরুরফাঁড়ি মালঞ্চ রোডের উত্তর গরিফা পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে।

ভুক্তভোগী ছাত্র সাগ্নিক সোমরে মা সঞ্চারী সোম জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি চতুর্থ পিরিয়ডে পরিবেশবিদ্যার ক্লাস চলাকালীন ছেলে পাশের সহপাঠীর কাছে পেন চেয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষিকা মিঠু দাস লাঠি দিয়ে ছাত্রের মাথায় আঘাত করেন।

ঘটনার পর পরিবার নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষিকা মিঠু দাস দাবি করেছেন, “সাগ্নিক ক্লাসে খুব দুষ্টুমি করছিল। আমি পিঠে মারতে গিয়েছিলাম, কিন্তু ভুলবশত মাথায় লেগে যায়।”

স্কুলের প্রধান শিক্ষক জয়দীপ রায় জানিয়েছেন, বিষয়টি তিনি নৈহাটি চক্রের স্কুল পরিদর্শকের কাছে রিপোর্ট করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষিকাকে শোকজ করা হয়েছে এবং তিনি তার উত্তরও দিয়েছেন।

Third grade student seriously injured after being beaten by teacher in Naihati

শিক্ষিকার আচরণ নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়। আহত ছাত্র সাগ্নিক সোম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *