দক্ষিণ দিনাজপুর: ভুয়ো নথি তৈরির চক্র ফাঁস করে বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হিলি থানার ত্রিমোহিনী এলাকায় অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। তাকে অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরিতে জড়িত থাকার অভিযোগে কিসমত দাপট এলাকার বাসিন্দা অলক পালকেও আটক করেছে পুলিশ।

ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ধৃতদের আদালতে পেশ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার গভীরে তদন্ত শুরু করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।