কলকাতা : প্রকাশ্য দিবালোকে বিজেপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বীজপুর থানার কাঁচড়াপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান মন্দিরের কাছের ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূলের দলবল এসে বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ভাঙচুরের পরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ।

বিজেপির ব্যারাকপুর জেলার সংগঠনিক জেলার সহ-সভাপতি শৈলেন্দ্রর সিংয়ের অভিযোগ, এদিন সকালে তৃণমূলের ২৫-৩০ জন এসে দলীয় কার্যালয় ভাঙচুর করে দিয়েছে। তাঁর দাবি, ভোটে জেতার পর থেকেই তৃণমূলের গুন্ডাবাহিনী দলীয় কর্মীদের মারধর করছে এবং ঘরবাড়ি ভাঙচুর করছে।কিন্তু তারা ভয় না পেয়ে লড়াই চালিয়ে যাবে। কাঁচরাপাড়া শহর তৃণমূলে সভাপতি অশোক তালুকদার বলেন, সাংসদের নির্দেশ ব্যারাকপুরে অশান্তি করা যাবে না। কিন্তু অতি উৎসাহী হয়ে কেউ এসব করছে। প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।