বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২১ নভেম্বর’২৩ : ভর সন্ধেয় তৃণমূলের সক্রিয় কর্মীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার ভর সন্ধেয় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানী তলাব এলাকায়। স্থানীয়দের বয়ান অনুযায়ী, এদিন সন্ধেয় বাড়ি সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী বিক্কি যাদব। বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে তাকেই জিজ্ঞেস করে তুমি কি বিক্কি যাদব। উত্তরে হ্যা বলতেই। দুষ্কৃতীরা বিক্কিকে ঘিরে ধরে তিনজনেই এলোপাতাড়ি গুলি চালিয়ে চম্পট দেয়। গুলিবিদ্ধ অবস্থায় তৎক্ষনাৎ বিক্কিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওকে কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার কিছুক্ষন বাদেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।

এই ঘটনা নিয়ে ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ১৭ নম্বর ওয়ার্ডে দলের সক্রিয় কর্মী ছিলেন বিক্কি। বাড়ির সামনে দুষ্কৃতীরা এসে ওকে গুলি চালায়। নয়টি গুলি লাগে ওঁর শরীরে। দেবজ্যোতি বাবু আরও বলেন, ব্যক্তিগত কিংবা রাজনৈতিক শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়।