ভোটের আগে তৃণমূল প্রধানের বিরুদ্ধে আন্দোলন তৃণমূল উপ প্রধানের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ মার্চ’২৪ : লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির‌ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ওপর ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন করলাভ্যালি চা‌ বাগানের বাসিন্দারা। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তৃণমূলের টিকা‌ রাওতিয়া‌। মূলত এই আন্দোলনের ফলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আবারও একবার প্রকাশ্যে চলে এলো। মঙ্গলবার পঞ্চায়েত দপ্তর‌ ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তর‌। করলাভ্যালি চা‌ বাগানের বাসিন্দাদের‌ অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানীয় জল পাচ্ছেন না তারা। বেহাল রাস্তার জন্য ঠিকমতো চলাচল করতে পারছে না গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরেই পথবাতি‌ নেই। প্রধানকে বারবার বলেও‌ কোন‌ও কাজ‌ হচ্ছে না। প্রধানের‌ কাছে রেসিডেন্সিয়াল‌ সার্টিফিকেট চেয়েও‌ পাওয়া যায় না বলে অভিযোগ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তৃণমূলের টিকা‌ রাওতিয়া‌ অভিযোগ করে বলেন, গ্রাম পঞ্চায়েত দপ্তরে তাকে কোন‌ও গুরুত্ব‌ দেওয়া হচ্ছে না। তিনি আদিবাসী বলে তাকে অবহেলা করা হচ্ছে। তার এলাকায় কোন‌ও উন্নয়নমূলক‌ কাজ করছেন না প্রধান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন‌ তৃণমূল প্রধান রাজেশ‌ মন্ডল‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *