নানুরে তৃণমূলের বিজয়া সম্মেলনের মঞ্চের চেয়ার ফাঁকা থাকতে দেখা গেল, উঠলো প্রশ্ন!

কার্তিক ভান্ডারী বোলপুর মহকুমা : নানুরের বিজয়া সম্মেলনের মঞ্চের চেয়ার ফাঁকা থাকতে দেখা গেল। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষেদের মঞ্চে দেখা গেল না।

উল্লেখ্য, শনিবার নানুরের পঞ্চায়েত সমিতির মাঠে তৃণমূলের তরফে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান মঞ্চে জেলার একাংশ নেতৃত্বদের দেখা মিললেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাপতি অনুব্রত, সাংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষেদের দেখা পাওয়া যায়নি। আর এই নিয়েই আবারও জেলার রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শনিবার বীরভূমের ময়ূরেশ্বরে অনুব্রত মণ্ডলের বিজয়া সম্মেলনী ও অপর দিকে জেলা কোর কমিটির ডাকে নানুরে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্কের দানা বেঁধেছে।

নানুরে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, সাংসদ সামিরুল ইসলাম, জেলা মহিলা সভানেত্রী সাহারা মণ্ডল, বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা।

এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে জোকার বলে বিঁধলেন অন্যদিকে শুভেন্দুকে মানসিক প্রতিবন্ধী বললেন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *