সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ আগস্ট : কাঁচের বোতলের বস্তার আড়ালে কাঠ পাচারের চেষ্টা। পাচারের আগে লক্ষাধিক টাকার বার্মা টিক কাঠ উদ্ধার বেলাকোবা রেঞ্জের বন কর্মীদের, গ্রেফতার ২ জন । রবিবার বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। এদিন ভোরে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকা থেকে ট্রাক বোঝাই প্রায় ২০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির মালিক ও চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম চন্দন কুমার ও ছট্টু ঠাকুর। তারা ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মা টিক কাঠ সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জেরায় জানা যায়, গৌহাটি থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে। ধৃতদের সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।