চার কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের শিল্যানাসে দুই মন্ত্রী

আমিরুল ইসলাম, মালদা, ৪ জানুয়ারি’২৪ : উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থে চার কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের শিলান্যাস করলেন মালদার দুই মন্ত্রী। এদিন হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজ ময়দানে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং ক্ষুদ্র কুটির শিল্পের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন যৌথভাবে উপস্থিত থেকে মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের হরিশ্চন্দ্রপুর কলেজের দ্বিতল ভবন নির্মাণ এবং স্থল উন্নয়ন ও অভ্যন্তরীণ পথ নির্মানের জন্য মোট ২ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয় করা হবে বলে জানা গেছে।

এছাড়াও মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা স্ট্যান্ড হতে শ্যামের হাট পর্যন্ত প্লেভার রাস্তা নির্মাণ ও মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রশিদের বাড়ি থেকে শুকুরউদ্দিনের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মানেরও এদিন শিল্যান্যাস করা হয়।মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের মালিওর ১নং গ্রাম পঞ্চায়েতের খারাগ্রাম থেকে সিমরাহা গ্রাম পর্যন্ত রাস্তা ঢালাই রাস্তা নির্মানেরও এদিন শিল্যান্যাস করা হয় এবং মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ২নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বস্তা বাঁধ থেকে ভুনা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মানেরও শিল্যান্যাস করা হয়।

এই পাঁচটি প্রকল্পে মোট চার কোটি টাকা ব্যয়ে এদিন শিল্যান্যাস করেন যৌথভাবে দুই মন্ত্রী। এদিন এই শিল্যান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ক্ষুদ্র কুটির শিল্পের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং পিপলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দী সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়ার পরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছিল।

Two Ministers have approved five projects at a cost of four crore rupees

তাই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখতে এই কাজগুলি শুরু হয়েছে। আমরা আমাদের রাজ্যের তহবিল থেকে কাজের উন্নয়নের জন্য কাজ করে যাব। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ চালু করতে পারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *