আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ সহ দুইজন গ্রেপ্তার

শিলিগুড়ি : আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ দুইজনকে গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ। ধৃতদের নাম নারায়ণ মন্ডল ও সনৎ বর্মন। ধৃতরা ফুলবাড়ির কামরাঙ্গগুড়ি ও পশ্চিম ধনতলার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, স্কুটিতে করে দুজন আগ্নেয়াস্ত্র হাতবদল করতে এনজেপি সংলগ্ন কাশ্মীর কলোনি এলাকায় এসেছিল। এই খবর পেয়েই বৃহস্পতিবার রাতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ এলাকায় অভিযান চালায়। স্কুটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড কার্তুজ। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া স্কুটিটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Two persons were arrested with firearms and two rounds of cartridges

ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *