মালবাহী ছোটো ট্রাকের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ সেপ্টেম্বর : মালবাহী ছোটো ট্রাকের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো শুক্রবার বিকেলে। জলপাইগুড়ি হলদিবাড়ি রুটের ধাপগঞ্জ বাজার এলাকায়। ট্রাক এবং মোটর বাইকের দুই চালককেই আশঙ্কা জনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন মোটর বাইকটি দ্রুত গতিতে জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাচ্ছিল আর ট্রাকটি হলদিবাড়ির দিক থেকে আসছিল। স্থানীয় বাসিন্দা মোজাহার আলম বলেন মোটর বাইকের চালক হলদিবাড়ির পুর্ব পাড়ার বাসিন্দা। এছাড়া ছোটো ট্রাকের চালক জলপাইগুড়ির কোনপাকড়ির বাসিন্দা। দুটি গাড়ির খুব দ্রুত গতিতে ছিল। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালী থানার পুলিশ। থানার পক্ষ থেকে জানানো হয়েছে মোটর বাইক এবং ছোটো ট্রাকটিকে আটক করা হয়েছে। দুই চালক সুপার স্পেশালিটিতে চিকিৎসাধীন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *