জলপাইগুড়ি : অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি শহরের ২২ নং ওয়ার্ডের মাসকলাই বাড়ি এলাকায়। বৃহস্পতিবার ঐ এলাকার করলা নদীতে হঠাৎই একটি মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। নদীর ধারে গিয়ে দেখেন এক অল্প বয়সীর মহিলার মৃতদেহ। এলাকার বাসিন্দারা খবর দেন কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে এলাকার কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস জানান, মৃতদেহটি কোথা থেকে এসেছে বোঝা যাচ্ছে না। দেখে মনে করা হচ্ছে অবিবাহিত মহিলা। পুলিশ এসেছে তদন্ত করে দেখছে।
