জলপাইগুড়িতে ইউনাইটেড স্পোর্টস ফুটবল ট্রায়াল, প্রতিভা খুঁজতে উদ্যোগী কোচ প্রত্যয় রায়

জলপাইগুড়ি : আজ, রবিবার, ২৯ শে ডিসেম্বর জলপাইগুড়ির এবিপিসি মাঠে ইউনাইটেড স্পোর্টস এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমির উদ্যোগে ফুটবল ট্রায়াল অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া এই ট্রায়ালে অংশগ্রহণ করেন একাধিক তরুণ ফুটবল প্রতিভা। ট্রায়াল পরিচালনা করেন ইউনাইটেড স্পোর্টস কলকাতার ইয়ুথ ডেভেলপমেন্ট বিভাগের কোচ প্রত্যয় রায়।

একাডেমির কো-অর্ডিনেটর সৌমিক মজুমদার জানান, পূর্ববর্তী ট্রায়াল থেকে বেছে নেওয়া দুই ফুটবলার, বুবাই রায় এবং সুমিত দাস, বর্তমানে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতার হয়ে সারা ভারত রিলায়েন্স ডেভেলপমেন্ট স্পোর্টস কাপে খেলছেন। এছাড়া পল্লব রায় এই মুহূর্তে ইউনাইটেড স্পোর্টসের শিবিরে প্রশিক্ষণরত।

কোচ প্রত্যয় রায় বলেন, “আমাদের লক্ষ্য জলপাইগুড়ির প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা এবং তাদের সারা ভারত ইয়ুথ লিগে খেলার সুযোগ করে দেওয়া। এখান থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় বেছে নিয়ে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

জলপাইগুড়ি ফুটবল একাডেমির এই উদ্যোগ স্থানীয় তরুণদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি জাতীয় স্তরে তাদের প্রতিভা তুলে ধরতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *