বার্ষিক সভায় ক্ষোভ প্রকাশ ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস ওনার্স এজেন্টস ইউনিয়নের

জলপাইগুড়ি : আরটিও বোর্ডে সদস্যপদ, বসার স্থান এবং এজেন্ট লাইসেন্স প্রদানের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস ওনার্স এজেন্টস ইউনিয়ন। শনিবার জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয় সংলগ্ন সংগঠনের অস্থায়ী পরিকাঠামোয় অনুষ্ঠিত হল ইউনিয়নের জলপাইগুড়ি জেলার বার্ষিক সাধারণ সভা।

সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মনোজ ঝা। তিনি সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “যখন আমাদের সংগঠনকে সরকার আইনত স্বীকৃতি দিয়েছে, তখন কেন আমাদের বসার স্থান এবং আরটিও বোর্ডে সদস্যপদ দেওয়া হচ্ছে না? এজেন্ট লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও বিলম্ব কেন?”

West Bengal Motor Vehicles Owners Agents Union protested at the annual meeting

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী মার্চ মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় আলোচনার মাধ্যমে এই দাবিগুলোকে উত্থাপন করা হবে। এরপরও যদি দাবিগুলো পূরণ না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন।

রাজ্য সভাপতির পাশাপাশি অন্যান্য বক্তারাও কার্যক্ষেত্রে সদস্যদের সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, সরকারের এই অবহেলা সংগঠনের কার্যক্রমে অন্তরায় সৃষ্টি করছে।

বার্ষিক সভার এই সিদ্ধান্তের ফলে দাবি পূরণের জন্য রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *