সংবাদদাতা, জলপাইগুড়ি : কেন্দ্রীয় বাজেট নিয়ে (২০২৩) মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল জলপাইগুড়ি শহরবাসী ও রাজনৈতিক মহলে। শহরবাসীর একাংশের দাবি বাজেট ভালো হয়েছে। তবে বেশ কিছু দাবিও রাখা হয়েছে তাদের পক্ষ থেকে। অন্যদিকে জেলা বিজেপি বাজেটকে সময়োপযোগী বললেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, বাজেট যথাযথ হয়নি।
শহরের এক প্রবীণ নাগরিক প্রদীপ গাঙ্গুলী বলেন, প্রাথমিকভাবে যেটুকু মনে হচ্ছে তাতে মোটামুটি বাজেট ঠিক আছে (নিচের ভিডিও লিঙ্কে ক্লিক করে শুনুন পুরো বক্তব্য)।
বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, আজকের বাজেট যুগান্তকারী বাজেট (নিচের ভিডিও লিঙ্কে ক্লিক করে শুনুন পুরো বক্তব্য)।
অন্যদিকে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৈকত চ্যাটার্জী বলেন, এই বাজেট ধনী ব্যক্তিদের জন্য, গরিবদের স্বার্থ রক্ষার বাজেট নয় (নিচের ভিডিও লিঙ্কে ক্লিক করে শুনুন পুরো বক্তব্য)।
জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ শা জানান, মধ্যমবর্গীয় ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বাজেট যথাযথ (নিচের ভিডিও লিঙ্কে ক্লিক করে শুনুন পুরো বক্তব্য)।