বিকাশ সরকার, হলদিবাড়ি, ২৩ মে ২০২২ : মদ, জুয়া এবং নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা সমিতি গঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কচুয়া কালিবাড়ি এলাকায়। এলাকার মহিলারা রবিবার সর্বদলীয় ভাবে একটি সমিতি গঠন করেন যার নাম দেন “কচুয়া নন্দনপুর মহিলা সমিতি”। উল্লেখ্য বিগত একদিন আগে ওই এলাকার মহিলারা এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যে তাদের এলাকায় দুটি চায়ের দোকানে দীর্ঘদিন থেকেই মদ বিক্রি হচ্ছে। এলাকাবাসীরা বাধা দিলেও তাদের কথা পাত্তা দেয় না। এছাড়াও এলাকার বাঁধ সংলগ্ন স্থানে প্রতিদিনই বসে জুয়ার আড্ডা। অভিযোগটি করেন স্বয়ং এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা যশোদা রায় সহ স্থানীয় বাসিন্দারা। কিন্তু আজ তারা এলাকার সর্বস্তরের মহিলাদের নিয়ে একটি মহিলা সমিতি গঠন করেন। মহিলা সমিতির পক্ষ থেকে অপর্ণা ঘোষ রায় বলেন, নারী নির্যাতন, মদ-জুয়ার আড্ডা বন্ধের দাবিতে এটি মহিলা সমিতি গঠন করা হয় হল। যার নাম দেয়া হয়েছে নন্দনপুর কচুয়া মহিলা সমিতি। তিনি আরো বলেন, এদিন মহিলা সমিতি গঠন করার পাশাপাশি এলাকায় একটি পথ মিছিল বের করা হয়।
