শিলিগুড়ি: মদ নয়, শান্তি চাই—এই স্লোগানেই রীতিমতো প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে এলেন রানীডাঙ্গার মহিলারা। গোসাইপুর অঞ্চলের রানীডাঙ্গা বাজারে একটি মদের দোকান চালু হওয়া ঘিরে দীর্ঘদিন ধরেই চাপা ক্ষোভ জমছিল। অবশেষে, ধৈর্যের বাঁধ ভেঙে বুধবার সরব হলেন স্থানীয় নারীসমাজ।

এদিন সকাল থেকে দোকান খুলতেই, গ্রামবাসী মহিলারা একত্রিত হয়ে দোকান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। “ঘরের ছেলেরা মদ খেয়ে বাড়ি ফিরে অত্যাচার করছে, ছোট ছোট বাচ্চারা এই পরিবেশে বড় হচ্ছে—এভাবে আর চলতে দেওয়া যায় না,”—কাঁধে প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানান এক মহিলা।

ঘটনার খবর পৌঁছতেই বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু মহিলাদের বক্তব্য, শুধুমাত্র পুলিশের আসা-যাওয়াতে সমাধান নয়, স্থায়ীভাবে এই মদের দোকান বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

স্থানীয়রা অভিযোগ করেন, মদের দোকান খোলার পর থেকেই এলাকায় অশান্তি বাড়ছে, পারিবারিক হিংসা ও সমাজে অবক্ষয়ের মতো ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।
গ্রামবাসীদের স্পষ্ট বার্তা—”মদের দোকান নয়, আমাদের সন্তানের ভবিষ্যৎ চাই।”

এই আন্দোলন যেন শুধুমাত্র এক দোকান বন্ধের লড়াই নয়, এটি নারী নেতৃত্বে সামাজিক সচেতনতায় এক নতুন অধ্যায়—এমনটাই মনে করছেন স্থানীয় বিশিষ্টজনেরা।