নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : করোনার সংক্রমণ ঊদ্ধমুখী জলপাইগুড়ি শহরেও। কিন্তু তারপরেও জলপাইগুড়ি শহরের একাংশ মানুষের হুশ ফিরছে না। বহু মানুষ আজও মাস্কবিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। মাস্ক কেন পড়েন নি? জিজ্ঞেস করলে কেউ অজুহাত দিচ্ছেন বাড়িতে ফেলে এসেছি। কেউ প্রশ্ন শুনেই থুতনিতে ঝোলা মাস্ক টেনে পরে নিচ্ছেন। আবার কেউ পকেট থেকে মাস্ক বার করে পরে নিচ্ছেন।

বিগত তিন চারদিন যাবৎ এই ধরণের মাস্ক ছাড়া বাসিন্দাদের ধরে করোনা টেস্ট করানো শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। বৃহস্পতিবার শহরের দিনবাজার এলাকায় ফের একবার সদর মহকুমাশাসক সুদীপ পাল ও পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতোর উপস্থিততে চলল ধরপাকড়। মাস্ক নেই এই ধরণের পথ চলতি বাসিন্দাদের ধরে সোজা নিয়ে যাওয়া হয় করোনা পরীক্ষা শিবিরে। স্বাস্থ্য দফতর ও পুরসভার উদ্যোগে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শিবিরে সকলে করোনা পরীক্ষা করা হয়। এদিন মোট ৫০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো।
সদর মহকুমাশাসক সুদীপ পাল জানান, তাদের এই অভিযান লাগাতার চলবে। মূলত যারা মাস্ক বিহীন হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের ধরে ধরে অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে।