নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি (জনস্বাস্থ্য) চিকিৎসক ডক্টর সুশান্ত কুমার রায়। ডক্টর রায়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সংবাদ মাধ্যমে জানাল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। বর্তমানে ডক্টর রায় হোম আইসোলেশনে রয়েছেন। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে এই নিয়ে মোট ছয় জন স্বাস্থ্য কর্মী করোনার আক্রান্ত হলেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার গয়ারাম নষ্কর বলেন,” উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি (জনস্বাস্থ্য) তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। হোম আইসোলেশনে রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর রায়। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে।