নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর জলপাইগুড়ি শহরে। পাশাপাশি বৃহস্পতিবার নতুন করে ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রে খবর। পুর এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই জনের। সময় যত বাড়ছে করোনা নিয়ে উদ্বেগ তত বাড়ছে। শহরের ৮ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুজনে। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি পুরসভায় ২৪ ঘণ্টার জন্য কোভিড কন্ট্রোল রুমে আরো কর্মী নিয়োগ করে চালু করা হল। হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে । কেউ যদি সাহায্য চায় তাদের বিনামূল্যে এম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবাও দেওয়া হবে। কন্ট্রোল রুমের ফোন নম্বর ৮০১৬০৫৯২৯১।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী জানান, পুরসভার ২৫টি ওয়ার্ডের পাশাপাশি শহর লাগোয়া বাসিন্দাদের জন্যও বিনামূল্যে কোভিড আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়া হবে। যারা অক্সিজেন চালাবেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানালেন তিনি। তিনি আরও জানান, ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যদিও বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের যা সংখ্যা তাতে আতঙ্কিত হবার কিছু নেই ,তবে শহরের প্রতিটি নাগরিককে করোনা বিধিনিষেধ মেনে চলার আবেদন করেন তিনি।