বিকাশ সরকার, হলদিবাড়ি : বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গ্রীন গ্রাস বিপিও ক্যাম্পে।

অতিমারি করোনা পরিস্থিতিতে এলাকার সাধারন মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবং করোনা সম্পর্কে সচেতন করতেই এদিনের এই মেডিকেল অনুষ্ঠিত হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। এদিন মোট এলাকার 550 জন সাধারণ মানুষদের মেডিকেলে পরিষেবা সহ বিনা পয়সায় ওষুধ পত্র বিতরণ করা হয়।

এদিন চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর প্রদীপ কুমার , এবং ডক্টর আমুশ্রী ,বিএসএফের তরফে উপস্থিত ছিলেন ডিআইজি পশুরাম, 195 ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডেন্ট সুনীল কুমার, অমিত কুমার, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মল্লিকা রায়, পঞ্চায়েত সদস্য রাম কুমার রায়, সোনালী সরকার, কাঞ্চন দাস সহ অন্যান্যরা।
