নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ মে ২০২২ : অধিকাংশ নৌকোতেই লাইফ জ্যাকেট নেই! অগত্যা পর্যটক ও ভ্রমণ পিপাসুদের নৌকো বিহারের আবদার লাইফ জ্যাকেট ছাড়াই মেটাতে হচ্ছে জলপাইগুড়ির গাজলডোবার নৌকো মাঝিদের। উল্লেখ্য, রবিবার তো বটেই, এমনকি সপ্তাহের অন্যান্য দিনও প্রচুর ভ্রমণপিপাসু ও পর্যটকরা ভিড় করছেন গাজলডোবার ব্যারেজ এলাকায়। বর্তমানে ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ এখানকার নৌকোবিহার। প্রায় প্রতিদিনই শিশু সহ একাধিক ভ্রমণ পিপাসুরা ভোরের আলোর এই এলাকাতে নৌকো বিহারের আনন্দ নিচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে লাইফ জ্যাকেট ছাড়া এভাবে কি নৌকোবিহার করা যায়?

এ প্রশ্নের উত্তরে নৌকো বিহারের দায়িত্বে থাকা ক্যাশিয়ার মানব বেপারী জানালেন, “সরকারিভাবে এর আগে তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো পুরনো হয়ে যাওয়ায় পর্যটকরা তা পড়তে চান না বলে দাবি তার।”
বর্ষা আসন্ন। প্রতিদিনই পর্যটকরা এখানে আরো আসবেন এটাও সত্য। কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া নৌকা বিহার যে বিপদজনক তা কিন্তু অনস্বীকার্য।

এ বিষয়ে গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায় টেলিফোনে জানান, “প্রতিটি নৌকোতে লাইফ জ্যাকেট থাকাটা বাধ্যতামূলক। এর আগে সরকারি ভাবে মাঝিদের লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। কোন কারণে সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে স্থানীয় প্রধানের মাধ্যমে বিডিওকে জানালেই তারা ফের নতুন লাইফ জ্যাকেট পেয়ে যাবেন। পাশাপাশি এই স্থানে টয়লেট ও পানীয় জলেরও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।”