অরুণ কুমার : সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্তমান ভারতীয় মুদ্রা এবং ব্যাঙ্ক নোটে কোনো পরিবর্তন করা হচ্ছে না। সেইসঙ্গে মহাত্মা গান্ধীর ছবির জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক বাজারে ব্যাঙ্ক নোট ও মুদ্রা আনতে চলেছে বলে সংবাদ মাধ্যমের একাংশে খবর প্রকাশিত হওয়ায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাখ্যা দিয়েছে।
শোনা যাচ্ছে যে, দেশের টাকার উপর থেকে গান্ধীর একচেটিয়া আধিপত্য খর্ব করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাংক। গান্ধীর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আবদুল কালামের ছবিও স্থান পাবে ভারতীয় কারেন্সি নোটে আগামী দিনে। বহুদিন ধরেই এমন একটি দাবি উঠে আসছিল- দেশে আরও যে বরেণ্য আইকনরা রয়েছেন তাঁদেরও স্থান দেওয়া হোক নোটে। রবীন্দ্রনাথ ও কালামের ছবি নোটে স্থান পাবে জেনে অবশ্যই খুশি।
কিন্তু প্রশ্ন একটাই- নেতাজি সুভাষচন্দ্র বসু বাদ যাচ্ছেন কেন? এই প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর মতে, আমাদের তো বরং মনে হয়, দেশের কারেন্সি নোট থেকে গান্ধীর একচেটিয়া আধিপত্য খর্ব করার এই কাজটি প্রথম শুরুই করা উচিত ছিল নেতাজিকে দিয়ে এবং এটা জনগণের দীর্ঘদিনের দাবি যে, দেশের টাকায় দেশনায়কের ছবি ছাপানোর ব্যবস্থা নেওয়া হোক। কেন নোটে নেতাজির ছবি নেই? এই নিয়ে আদালতে মামলা- আরটিআই পর্যন্ত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রবাসে প্রথম ভারতীয় সরকার গঠন করেছিলেন। তিনি সেই সরকারের প্রধান ছিলেন। সেই সরকারের কারেন্সি নোটেও নেতাজির ছবি ছাপা থাকত। মোদী সরকারের নেতাজিকে দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিতে কুন্ঠা নেই। তবে দেশের প্রথম রাষ্ট্রপ্রধানের ছবি দেশের নোটে স্থান পাচ্ছে না কেন? ভেতরে কোনও কুন্ঠা, দ্বিধা-দ্বন্দ্ব না থাকলে তো এমন হওয়ার কথা নয়- এই অভিমত জয়দীপবাবুর।
যে কোনও দেশের নোটে সাধারণত মহান দেশপ্রেমিক, বিপ্লবী, বীর সেনাপতি, দেশের স্থপতি ও রাষ্ট্রের শ্রেষ্ঠ অধিনায়কদের ছবিই অগ্রাধিকার পায়। আমেরিকার কারেন্সি নোটেও তাই। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ভারতের কারেন্সিতে গান্ধীজির পর যদি আর কোনও নেতার ছবি স্থান দেওয়ার কথা ভাবতেই হয় সবার আগে আসা উচিত নেতাজির নাম। আমরা তাঁকে নেতাদের নেতা বলি। আমরা তাঁকে দেশনায়ক বলি।
দেশনায়কের ১২৬ তম জন্মবার্ষিকী চলছে। এখনই তো নেতাজিকে যোগ্য সম্মান দিয়ে পাপ মোচনের সময় জাতির। দেশের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপানোর খবর শুনলে আসমুদ্র- হিমাচল, ভারত আনন্দে উদ্বেলিত হত। কেউ কোনও প্রশ্ন তুলত না। তাই আমাদের প্রশ্ন- নোটে নেতাজির ছবি ছাপতে সরকারের গড়িমসি কেন? আমরা কি ধরে নেব, এই মোদী সরকার মুখে যতটা সুভাষ প্রেম দেখায় ততটা প্রেম হৃদয়ে নেই? আমরা কি ধরে নেবো, নেতাজিকে প্রাপ্য স্বীকৃতি দিতে এই সরকারেরও পূর্বতন কংগ্রেস পরিচালিত সরকারগুলির মতোই অনীহা-অনাগ্রহ আছে?
এ বিষয়ে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের কাছে দাবি জানিয়েছেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ছবি ভারতের নোটে টাকা রাখার । এবিষয়ে কারণ আজাদ হিন্দ ফৌজ যখন সরকার তৈরি করে তখন প্রথম ভারতের স্বাধীন সরকারের নোট কারেন্সি ছিল তাতে নেতাজির ছবি ছিল ।এটা একটা গর্বের বিষয়। তাই রিজার্ভ ব্যাংকের এ বিষয়ে ভাবা উচিত যে ভারতীয় কারেন্সিতে নেতাজীর ছবি রাখার বিষয়টি ভাবা উচিত বলে জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন। তাঁর মতে, আমাদের সকলের এক্ষুনি এই দাবি তোলা উচিত- ভারতীয় নোটে রবীন্দ্রনাথ- কালামকে স্থান দিচ্ছ খুব ভালো কথা।
কিন্তু অবিসংবাদি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকেও দেশের নোটে স্থান দিতে হবে এবং নেতাজি- রবীন্দ্রনাথ- কালাম, এই তিন মহানের ছবিযুক্ত কারেন্সি নোট একই দিনে একই অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সামনে আনতে হবে এই দাবি করেছেন তিনি। এটা দীর্ঘদিনের দাবি।
Photo Credit- Pixabay & Google.