নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জুন ২০২২ : সততার পরিচয় টোটো চালকের। রাস্তায় মানিব্যাগ পেয়ে তা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে উদ্যত হলেন জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনী এলাকার জনৈক টোটো চালক প্রশান্ত বর্মন।
প্রশান্ত বাবু বলেন, আজ রাজবাড়ী এলাকায় রাস্তায় একটি মানিব্যাগ তিনি কুড়িয়ে পান। ওই মানিব্যাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও টাকাপয়সা রয়েছে। মানি ব্যাগের ভেতরে থাকা একটি নম্বর থেকে ফোন করলেও সেই নম্বরের মাধ্যমে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়নি। ফলে তিনি খবর দেন সংবাদমাধ্যমকে। প্রশান্ত বাবু বলেন, এর আগেও বেশ কিছু মানিব্যাগ, পার্স প্রভৃতি তিনি রাস্তায় পেয়েছেন এবং সঠিক লোকের কাছে পৌঁছে দিয়েছেন। আমি চাই সংবাদের মাধ্যমের সাহায্যে ওই ব্যক্তি উপযুক্ত প্রমাণ দিয়ে আমার সাথে যোগাযোগ করে তার মানিব্যাগটি তিনি ফিরে পান। আমার মোবাইল নম্বর হলো 909356-8363, বলে জানান তিনি।
ইন্দিরা গান্ধী কলোনি এলাকার যুবক শুভজিৎ চক্রবর্তী বলেন, প্রশান্ত দাদা খুবই ভালো মানুষ বলে এলাকায় পরিচিত। আশা করছি সেই ব্যক্তি তার মানিব্যাগ ফিরে পাবেন। জলপাইগুড়িবাসীর মধ্যে যে এমন সততা রয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে বলে জানান শুভজিৎ।