কেউ চোর বললে মনে হয় ঘুষি মেরে মুখ ভেঙে দিই, বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ আগস্ট : দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের পর বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা খড়দার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার বিলকান্দা -২ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রস্তুতি সভায় হাজির হয়ে শোভন দেব বলেন, যখন কেউ চোর বলে, তখন আমার গায়ে লাগে। মনে হয় ঘুষি মেরে মুখ ভেঙে দিই। এখানেই থেমে থাকেন নি তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। তার সংযোজন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছেটানোর ক্ষমতা কারও নেই। ওইদিন রাতে খড়দহ বিবেক মঞ্চের উদ্যোগে চাকুরী, লোন ও প্রশিক্ষণের শংসাপত্র প্রদানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংসদ সৌগত রায় বলেন, চোর না হয়ে চোর বদনাম শুনবো না। সাংসদের আরও সংযোজন, যারা দোষ করেছে, তারা শাস্তি অবশ্যই পাবেন। কিন্তু তৃণমূলের সবাইকে চোর বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *