উঠে যাচ্ছে বিধিনিষেধ; খুলে যাচ্ছে ভুটান গেট

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ সেপ্টেম্বর : খুলে যাচ্ছে ভুটান গেট। এদেশের পর্যটকরা বেড়াতে যেতে পারবেন ভুটান। উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘ প্রায় দুই বছর ধরে ভুটান গেট বন্ধ ছিল। এদেশ থেকে পর্যটকদের ওপরও বিধি নিষেধ ছিল এতদিন। তবে আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে পর্যটকরা ফের ভুটানে যেতে পারবেন। কারন ২৩শে সেপ্টেম্বর থেকে সরকারিভাবে ভুটান গেট খুলে যাচ্ছে। শুক্রবার এ বিষয়ে আলোচনার জন্য জলপাইগুড়িতে এসেছিলেন ভুটানের সামসি জেলার জেলাশাসক পাশাং দর্জি ও পুলিশ সুপার লন্ড্রুপ দর্জি। এদিন সার্কিট হাউজে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা ও পুলিশ সুপার দেবর্ষি দত্তের সাথে তারা বৈঠক করেন।

Restrictions are lifting;  Bhutan gate is opening

বৈঠক শেষে সামসির জেলাশাসক পাশাং দর্জি জানান, এখানে আমরা আজ জলপাইগুড়ির জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে আলোচনা করলাম। তাদের সাথে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করা হল। আগামী ২৩ তারিখ থেকে যেহেতু ভুটান গেট খুলে যাচ্ছে তাই এদেশের পর্যটকদের আমরা ভুটানে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন থেকে সবুজ ভুটানের আনন্দ তারা নিতে পারবেন। পর্যটকরা স্বল্পমূল্যেই ভুটান বেড়াতে যাতে পারবেন বলে তিনি জানান। পর্যটকদের জন্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি লাঘু থাকছে বলে জানান তিনি।

এদিকে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, ২৩ তারিখ থেকে ভুটান গেট খুলে যাচ্ছে। এদিন ভুটানের সামসি জেলার জেলাশাসক ও এসপির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার হল। প্রায় দু বছর পর ভুটান গেট খুলছে। পর্যটকদের তারা আমন্ত্রণ জানালেন যাতে ভুটানে তারা ঘুরতে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *