নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : কিষান রেলের চললেও পুরো বগি কৃষিজ দ্রব্য যাচ্ছে না। ফলে আগামী দিনে টাউন ষ্টেশন থেকে এখান থেকে কিষান রেল চলবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএম কর্নেল এস কে চৌধুরী। মঙ্গলবার জলপাইগুড়ি টাউন ষ্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। দার্জিলিং মেল চলার বিষয়েও তিনি স্পষ্ট করে কিছু বলেন নি।

উল্লেখ্য, এদিন দুপুরে জলপাইগুড়ি টাউন ষ্টেশনে আসেন কর্নেল এস কে চৌধুরী। মঙ্গলবার জলপাইগুড়ি টাউন স্টেশনে এসেই রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক প্রস্থ বৈঠক করেন এসকে চৌধুরী। এরপর ঘুরে দেখেন টাউন স্টেশনের বিভিন্ন কাজগুলি।

অন্যদিকে সোসাইটি ফর পিপলস আওয়ারনেস এন্ড বেটার কমিউনিকেশনের পক্ষ থেকে শহরের মধ্যে যে আটটি লেভেল ক্রসিং রয়েছে সেগুলিকে আরইউবি পদ্ধতিতে ওপর দিয়ে রেলপথ নিয়ে গিয়ে নিচ দিয়ে গাড়ি এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দাবি জানানো হয় কর্নেল এসকে চৌধুরীর কাছে বলে সংগঠনের পক্ষে সব্যসাচী রায় জানিয়েছেন।
উল্লেখ্য, খুব শীঘ্রই জলপাইগুড়ি টাউন স্টেশনের ওপর দিয়ে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে। তার আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএম কর্নেল এসকে চৌধুরীর জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া দুদিন আগেই এই স্টেশন থেকে শুরু হয়েছে জলপাইগুড়ি-আগরতলা মালবাহী কিসান রেল। এজন্য জলপাইগুড়ি টাউন স্টেশনের গুরুত্ব অনেক বাড়ছে রেল দপ্তরের কাছে। যদিও এই রেলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন দিয়ে রাখলেন ডিআরএম।