সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ সেপ্টেম্বর : ফের বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার জলপাইগুড়িতে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসওজি আজ শনিবার একটি কন্টেইনার থেকে প্রায় ২ কুইন্টাল গাঁজা উদ্ধার করে। ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল। পাহাড়পুর এলাকায় আটক করা হয় এবং এর গোপন চেম্বার থেকে এই গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। গাঁজা পাচারের অভিযোগে বিহারের তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
